"সেই হাসি খুশি মেয়েটা এখন কেমন চুপ হয়ে গেছে দেখ!আগে দেখলেই এক গাল হেসে কথা বলত।খোঁজ খবর নিত।আর এখন যেনো দেখেও দেখে না।"কথাটা কানে আসতেই বারান্দা থেকে উঠে ঘরে চলে গেল মায়া।শীতের সকালে বারান্দায় রোদে বসবে একটু তারও উপায় নেই।আজকাল ওকে নিয়ে কথা বলা যেনো পড়ার মহিলাদের নিত্য দিনের কাজ হয়ে গেছে।যখনই সময় পায় ওকে নিয়ে কথা বলতে শুরু করে।বিরক্ত হয়ে গেছে মায়া এসবে কিন্তু কিছু করার নেই ওর। সব সহ্য করতেই হচ্ছে প্রতিদিন।"মেয়েটার মেজাজ আজকাল খুব খিটখিটে হয়ে গেছে।সবার সাথেই খারাপ ব্যাবহার করে এখন।কিছুই বলাই যায় না।""দিন দিন শুকিয়েও তো যাচ্ছে।কি যে এতো ভাবে!""ডিপ্রেশনে আছে মনে হয়।চাকরি খুঁজছে দু