শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও দেশভাগ

১২৯৫ সনের ৩০শে ভাদ্র, তৎকালীন পূর্ব বাংলার পাবনা জেলার হেমায়েতপুর গ্রাম।সকালের শান্ত আকাশ, পদ্মার ঢেউ খেলানো জলে ব্যস্ত ছিল গ্রামের জেলেরা। হঠাৎ তারা দেখল— গ্রামের সকলের শ্রদ্ধেয় শিবচন্দ্র চক্রবর্তী মশাইয়ের বাড়িটি এক অদ্ভুত আলোয় দীপ্তিমান হয়ে উঠেছে।প্রথমে সকলেই ভেবেছিল, হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে ! সবাই মাছধরা ফেলে ছুটে এলো। কিন্তু কাছে এসে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল— কোথায় আগুন ! এ যে দ্যুতির সাগর, এক অলৌকিক আলোকছটা !সেই দিব্য মুহূর্তে শিবচন্দ্র চক্রবর্তীর ঘরে, মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক দেবোপম শিশু। তাঁর মুণ্ডিত মস্তক, আজানুলম্বিত বাহু, আর শরীর থেকে বিচ্ছুরিত অঙ্গজ্যোতি সমস্ত গৃহকে পরিণত করল যেন বৈকুণ্ঠধামে।জন্মের ক্ষণেই