আজকের দিনটা ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি তাঁর জীবনের ৭৫তম বছরে পা রাখলেন।মোদিজীর রাজনৈতিক জীবন ও প্রধানমন্ত্রীত্ব নিয়ে বহুমুখী আলোচনা হয়। সমর্থকরা প্রশংসা করেন, বিরোধীরা সমালোচনা করেন। কিন্তু কিছু দিক আছে যা সাধারণ আলোচনায় খুব একটা আসে না, অথচ এসব দিকগুলো তাঁর নেতৃত্বের সবচেয়ে গভীর চিহ্ন এঁকে রেখেছে ভারতের অগ্রযাত্রায়।জনজীবনের পরিবর্তনের নীরব বিপ্লব: ২০১৪ সালে “জনধন যোজনা” শুরু হয়েছিল এক সাহসী স্বপ্ন নিয়ে। তখন হয়তো কেউ কল্পনাই করতে পারেনি যে, মাত্র একদিনেই কোটি কোটি মানুষ প্রথমবারের মতো ব্যাঙ্কিংয়ের আওতায় চলে আসবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো শুধু কাগজের সংখ্যা নয়— এগুলো হলো একেকটা দরজা, যার