মিশন ইন্ডিয়ানা*************পর্ব - 9********Indiana *********নিজের ঘরে পায়চারি করছেন অনুরাগ বর্মন। কপালে চিন্তার রেখা স্পষ্ট ফুটে উঠেছে। বেশ কিছু সিগারেট একের পর এক খেয়ে ফেলেছেন তিনি। ধূমপানে খুব একটা আগ্রহী নন তিনি, কিন্তু এই মুহূর্তে ধূমপান যেন স্বর্গ প্রাপ্তি মনে হচ্ছে তার কাছে। ঘরের জানালা দিয়ে নিচে রাস্তার দিকে তাকালেন তিনি। একবার সোফায় বসছেন, আবার কিছুক্ষণ পর উঠে পায়চারি শুরু করে দিচ্ছেন। নিজের মোবাইল হাতে নিয়ে কাউকে কল করতে গেলেন, কিন্তু কিছু একটা ভেবে মোবাইলটা পুনরায় টেবিলের উপর রেখে দিলেন। তিনি আরেকটা সিগারেট ধরাতে যাবেন ঠিক সেই সময় তার মোবাইলে একটা নোটিফিকেশনের বিপ শোনা গেল। সিগারেট যথা স্থানে রেখে মোবাইল হাতে নিলেন