অজানা রেখাঈশার সকালটা শান্তির মতো শুরু হলো। কিন্তু বুকের ভেতর এখনও সেই উত্তেজনা বাসা বেঁধেছে। রাতের স্বপ্নের চিঠি, অভ্রর চোখের রহস্যময় দৃষ্টি—সবই যেন বারবার ফিরে আসছে। কলেজের ক্লাসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু মনোযোগ কেমন যেন বিচ্ছিন্ন।সেই সময় অভ্র ক্লাসে প্রবেশ করল। হঠাৎ তার চোখ পড়ল ঈশার দিকে।“আজও মন তোমার কোথায়?” সে মৃদু হেসে বলল।ঈশা চোখ কুঁচকে তাকাল, “আমার মন সবসময় নিজের মধ্যে থাকে।”অভ্র বসে গেল পাশে। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ বলল,“কিছু সময় কিছু সত্যি প্রকাশ পায় না, কিন্তু মানে হারায় না।”ঈশার মনে কেমন যেন কাঁপুনি। সে জানল—অভ্র কেবল মজা করছে না, কিছু বলার আছে।ক্লাস শেষে অভ্র বলল,“চল, ক্যাফেটেরিয়াতে চা