অধ্যায় ৬ : আত্মবিশ্বাস তৈরি হয় কিভাবে আত্মবিশ্বাস আসলে কী?আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি বিশ্বাস। আমি পারব, আমি চেষ্টা করব, আমি শিখব – এই ভেতরের অনুভূতিটাই আত্মবিশ্বাস।অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত, কিন্তু আসলে এটা একটা অভ্যাস। যেমনভাবে সাইকেল চালানো বা লেখাপড়া শেখা যায়, তেমনি আত্মবিশ্বাসও গড়ে তোলা যায়।আত্মবিশ্বাস ছাড়া মানুষ কেমন হয়?সবসময় ভয় পায়নতুন কাজ শুরু করতে পিছিয়ে যায়ব্যর্থতার ভয়ে চেষ্টা করে নাঅন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েআত্মবিশ্বাসী মানুষ কেমন হয়?নিজের যোগ্যতায় ভরসা করেব্যর্থতাকেও শেখার অংশ মনে করেনতুন চ্যালেঞ্জকে স্বাগত জানায়অন্যকে অনুপ্রাণিত করেকেন আত্মবিশ্বাস জরুরি?আত্মবিশ্বাস হলো জীবনের প্রতিটি সাফল্যের ভিত।তুমি যদি পড়াশোনায় ভালো করতে চাও, চাকরির ইন্টারভিউতে সফল হতে চাও, ব্যবসা শুরু করতে