মানুষের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন একেকটি বাদ্যযন্ত্র, আর এদের সম্মিলিত সংগতিই বজায় রাখে আমাদের নার্ভাস সিস্টেম নামক অর্কেস্ট্রার সুর তাল লয়ের সামঞ্জস্য। এটি শুধু শরীরকে চালায় না, বরং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মস্তিষ্কের অবিরাম যোগাযোগও নিশ্চিত করে। যখন এই সিস্টেম ঠিক থাকে, শরীর ও মনের মধ্যে এক বিস্ময়কর সামঞ্জস্য সৃষ্টি হয়। এই ভারসাম্যই আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। কিন্তু এর সামান্য পরিমাণ ব্যাঘাত ঘটলেই দেখা দেয় বিভিন্ন ধরনের ডিজঅর্ডার বা অসংখ্য রকমের রোগ। বিশেষত ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের অসুখ কিংবা ফ্যাটি লিভার— এ ধরনের বেশিরভাগ মেটাবলিক ডিজঅর্ডারের মূল শিকড়ই লুকিয়ে আছে মানুষের নার্ভাস সিস্টেমের ভারসাম্যহীনতার মধ্যে।আমাদের নার্ভাস সিস্টেমকে