মার্কস বাই সিন

  • 150

মার্কস বাই সিন: পর্ব-১ঘড়িতে রাত আড়াইটা। শহরের একদম শেষ প্রান্তে, কনস্ট্রাকশনের কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়া দশ তলার একটা উঁচু বিল্ডিং কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে রাতের আকাশের নিচে। এই বিল্ডিংয়ের আশেপাশে একটাও স্ট্রিট লাইট নেই। জায়গাটা এমনিতেই ফাঁকা এবং মাঠের প্রায় এক ধারে হ‌ওয়ায় দিনের বেলাতো নয় রাতের বেলাও কেউ এখানে আসে না। তার‌ ওপর অন্ধকার আর স্যাঁতসেঁতে বাতাসে জায়গাটা যেন ভূতের শহর। তবে এই ধরনের জায়গা সুরা প্রেমীদের কাছে সবথেকে প্রিয়। দিনের বেলায় কিংবা রাতের অন্ধকারে মাঝেমধ্যেই তারা এইখানে এসে ভিড় জমায় সুধা সেবনের জন্য। শুধু সুরা প্রেমী নয়..... এই সমস্ত জায়গা দিনের পর দিন ফাঁকা থাকার কারণে অপরাধের আঁতুর