ফলিত জ্যোতিষের পাশাপাশি নিউমিরোলজিও (গাণিতিক জ্যোতিষ) এখন বিশ্বজুড়ে একটি জনপ্রিয় বিষয়। কারণ, বর্তমান দুনিয়াটা চলে টাকার অঙ্ক দিয়ে। আর টাকা মানেই সংখ্যা। ফলে মানুষের জীবনেও সংখ্যার প্রভাব যে গভীর, তা আর অস্বীকার করা যায় না। এখন গাণিতিক জ্যোতিষের কিছু বেসিক দিক নিয়ে আলোচনা করছি।এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে১) চালক সংখ্যা বা মূলাঙ্ক।২) লাইফ পাথ নম্বর বা ভাগ্যাঙ্ক।৩) পার্সোনাল ইয়ার নম্বর বা বর্ষাঙ্ক।১) চালক সংখ্যা (মূলাঙ্ক) কিভাবে বের করতে হয় ?চালক সংখ্যা (মূলাঙ্ক) বের হয় জন্মদিনের তারিখ থেকে। ধরুন কারো জন্ম তারিখ: ৬ আগস্ট ১৯৬৯। এখানে জন্মদিন = ৬। তাই মূলাঙ্ক = ৬। কারো জন্মদিন যদি ১০ তারিখ হয়, তার মূলাঙ্ক হবে ১।