### গান্ধীজীর দ্বিধা ও আত্মসমর্পণ : ভারতের স্বাধীনতার আগে-পরে দেশভাগের প্রশ্নে মহাত্মা গান্ধীর অবস্থান ছিল অত্যন্ত দ্বিধাগ্রস্ত। তিনি স্পষ্ট বলেছিলেন— **“Partition of India will come only over my dead body.”** (ভারত ভাগ হবে শুধু আমার মৃতদেহের উপর দিয়ে।) এই উক্তি কোটি কোটি ভারতীয়ের মনে আশা জাগিয়েছিল যে— দেশভাগ কোনোদিন ঘটবে না। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক এর উল্টো।১৯৪৬–৪৭ সালের দাঙ্গা, হিন্দু–মুসলমান সংঘর্ষ, ব্রিটিশদের চাপ, আর কংগ্রেস নেতৃত্বের তাড়াহুড়ো— সব মিলিয়ে গান্ধীজী নীরব হয়ে গেলেন। - তিনি দেশভাগ থামানোর জন্য কোনো কঠোর পদক্ষেপ নিলেন না। - ব্রিটিশ ও কংগ্রেস নেতৃত্বের পরিকল্পনার বিরুদ্ধেও দাঁড়ালেন না। - শেষ পর্যন্ত তিনি দেশভাগকে মেনে নিলেন— যা তাঁর নিজের ঘোষণার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। #### কেন এই