মিশন ইন্ডিয়ানা*************পর্ব - 10**********The Team ***********কিছুক্ষণ স্থির দৃষ্টিতে একই দিকে চেয়ে থাকার পর দেবব্রত চৌধুরী এগিয়ে গেলেন সেই দিকে। বড় ঘরটার ঠিক মাঝখানে রাখা আছে একটা স্পেসক্রাফ্ট। আকারে বেশ বড়। দেখতে অনেকটা প্লেনের ককপিটের মত। প্লেনের ককপিটের মতই সামনের কাঁচের নিচের দিকটা ছুঁচলো। সব থেকে প্রথমে পাইলট এবং কো পাইলটের বসার জন্য দুটো সিট। তার পিছনে তিনটে, এবং তার পিছনে আরো তিনটে সিট। মানে মোট আট জনের বসার মত ব্যবস্থা আছে এই স্পেসক্রাফ্টে। স্পেসক্রাফ্ট জুড়ে মোট চারটে দরজা। পাইলট এবং কো পাইলটের পাশে দুটো এবং পিছনে দুটো। পিছনের দুটো দরজা উপর দিকে খোলে। পিছনের দিকে গোল মত স্পেসক্রাফ্ট এগিয়ে নিয়ে যাওয়ার