#আগলে_রেখো_মোরেদশদিন পর কলেজ থেকে ইরা বাড়ি এসে দেখে জামেলা বেগমের দুই বোন ও তাঁর ছেলে মেয়ে এসেছে। ইরা ডোকার সাথে সাথে জামেলা বেগমের ছোট বোন বলেন কি ইরা ভালো আছো তো ( ইলা বেগম) আসসালামু ওলাইকুম আন্টি। হ্যাঁ আমি ভালো আছি আপনারা ভালো আছেন। (ইরা) হ্যাঁ আমরা ভালো আছি হাঁসি মুখে বললেন (ইলা বেগম ) তা শুনলাম তোমার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে । এবার বাড়ির কাজ কিছু শেখ আমার বোনের থেকে। কাজ না জানলে শ্বশুর বাড়িতে বসিয়ে খাওয়াবে না বুঝলে মেয়ে মুখ বেঁকিয়ে বললেন জামেলা বেগমের বড়ো বোন (জাবেদা বেগম) আমি রান্না না পারলেও আমার শ্বশুর বাড়ির লোক ফেলে তো দেবে না আর। আমার শ্বশুর বাড়ির