চতুর্থ অধ্যায় : সমাজ ও সংগ্রামের পথচলানতুন ভোর, নতুন চিন্তামেলায় প্রতিজ্ঞা করার পর কৃষ্ণপদের মনে এক অদম্য শক্তি তৈরি হয়েছিল। ভোরবেলা ঘুম ভেঙেই সে ভাবতে লাগল—“আমাদের সমাজের অবস্থা কেন এমন? আমরা কেন পিছিয়ে আছি? এর কারণ হলো অশিক্ষা। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, শিক্ষা ছাড়া মুক্তি নেই। তাহলে আমাদের প্রথম কাজই হবে শিক্ষা।”সে চোখের সামনে কল্পনা করল গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েদের, যারা সারাদিন মাঠে ছুটে বেড়ায়, কিন্তু খাতা-কলমের ছোঁয়া পায় না। কৃষ্ণপদ বুঝল—এদের জীবনেই প্রথম আলো জ্বালাতে হবে।গ্রামের ছেলেদের সঙ্গে আলাপএক দুপুরে কৃষ্ণপদ কয়েকজন সমবয়সী যুবককে ডেকে বটতলায় বসল। তাদের মধ্যে ছিল রমেশ, নিতাই, হরিদাস আর বিনোদ।কৃষ্ণপদ বলল—“শোন, ভাইরা। আমরা কি গ্রামের