মার্কস বাই সিন-২ওস্তাদ আর রবীনের কথা শেষ হওয়ার আগেই আকাশের বুক চিরে নামে তীব্র বৃষ্টি। সময়ের সাথে সাথে ঝোড়ো হাওয়ায় বেগ আরো বাড়তে থাকে। সবাই মুহুর্তে ভিজে সপসপ হয়ে যায়। কিন্তু তাতেও কারোর বিশেষ পরোয়া নেই। ওরা দ্রুত বক্সগুলো ট্রাকে তুলে শেষ কাজটুকু সেরে ফেলে। এরপর একে একে বেশ কয়েকজন গাড়ির পিছনে উঠে যায়। ওস্তাদ রাজু আর রবীন চালকের আসনে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে।এখন রাত প্রায় তিনটে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার সাথে হাওয়ার বেগও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। রবীন হাইওয়ে ধরে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, আর মাঝে মাঝে উত্তেজক তরল