অসম্পূর্ণ চিঠি - 5

  • 72

ঈশার ভোরটা অদ্ভুত নীরবতায় শুরু হয়েছিল।জানলার বাইরে কুয়াশার মতো সকাল, কিন্তু তার বুকের ভেতর ঝড়।গত রাতের সেই স্বপ্ন—একটা পুরোনো চিঠি, যার লেখা অস্পষ্ট, আর অভ্রর চোখের সেই রহস্যময় দৃষ্টি।হাতের কাছে রাখা ডায়েরির ওপর আঙুল বুলিয়ে সে চুপ করে বসে ছিল। কলম হাতে নিলেও কিছু লিখতে পারছিল না। শব্দ যেন আটকে গেছে কোথাও।শেষ পর্যন্ত ছোট্ট করে লিখল—"আজও আমার মন কেবল প্রশ্নে ভরা। অভ্রর চোখে যে ছায়া দেখি, সেটা কি কেবল কল্পনা? নাকি সত্যিই কিছু আছে, যা আমি জানি না?"---কলেজে পৌঁছে ঈশা দেখল—সব কিছু যেন আগের মতোই। ক্লাসে ঢুকতেই বন্ধুরা হাসি-ঠাট্টায় মেতে আছে। কিন্তু তার মন আলাদা। চোখে বারবার ভেসে উঠছে অভ্রর