মাতঙ্গীর অভিশাপ - 2

গিরিরামপুর তখনও ভোরের ঘুম কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠছে। গঙ্গার জলে লাল আভা পড়ে চকচক করছে। কিন্তু সেই শান্ত প্রকৃতির মধ্যে হঠাৎ এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল। চারদিকে কাকের ডাক, শেয়ালের হাঁক, আর ঝড়ের মতো বাতাস। গ্রামের বয়স্করা ভয় পেয়ে বলল—“আজ নিশ্চয়ই কিছু অশুভ ঘটতে চলেছে।”সেই সময় মন্দিরের সামনে যারা পূজো দিতে গিয়েছিল, তারা হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখল। মন্দিরের কালো পাথরের দেওয়ালে যেন লাল রঙের হাতের ছাপ ফুটে উঠছে, তারপর মিলিয়ে যাচ্ছে। এক মুহূর্তে বাতাসে শোনা গেল অদ্ভুত ধ্বনি—“যারা অন্যায় করবে, যারা অহংকারে অন্ধ হবে, তারা রক্ষা পাবে না।”মানুষ বুঝতে পারল, দেবী মাতঙ্গী অদৃশ্যভাবে প্রকাশ পেয়েছেন। গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে