মার্কস বাই সিন - 3

মার্কস বাই সিন- ৩ শহরের অভিজাত এক পানশালা—আলো-আঁধারির জঞ্জালে জমে ওঠা রাতের দুনিয়া। সেলিব্রেটি, রাজনীতিবিদ, ড্রাগ ডিলার, এমনকি কিছু কাস্টম ইন্সপেক্টদের‌ও আনাগোনা থাকে এই পানশালায়। পানশালার ঘিঞ্জি ভিড়ে কেউ কারোর দিকে তাকায় না, কিংবা বলা ভালো, কেউ কারোর দিকে তাকাতে চায় না। তারা এখানে আসে ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির আশায়, অত্যন্ত কিছুক্ষণের জন্য। এখন সময় ভোর সাড়ে চারটে, এখনো এখানে লোকের সংখ্যা একটুও কমেনি বরং আরও বেড়েছে। সবাই, যে যার মতো উত্তেজক তরল গলায় ঢেলে মিউজিকের সুরে কোমড় দোলাতে ব্যস্ত।এই পানশালার‌ই এক কোণে সিলভার কালার চেয়ারে হেলান দিয়ে বসে আছে একটা ছেলে, হাতে হুইস্কির গ্লাস, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। তাকে ঘিরে