জুবিন গার্গ : দুর্ঘটনা নাকি হত্যা ?আসামের আকাশ যেন এখন কালো মেঘে ঢেকে গেছে। প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে, প্রতিটি আড্ডায় আজ একটাই নাম উচ্চারিত হচ্ছে— জুবিন গার্গ। উত্তর-পূর্ব ভারতের এই কিংবদন্তি শিল্পী হঠাৎই আমাদের ছেড়ে চলে গেলেন। খবর এল— সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় প্রাণ হারিয়েছেন তিনি। কিন্তু এই মৃত্যু কি নিছক একটি দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য ?প্রথম দিকে সংবাদমাধ্যম জানাল— এটি একটি ডাইভিং অ্যাকসিডেন্ট। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের ঝড় উঠল। কেন না জানা গেল, সেদিন তাঁর সঙ্গে যারা ছিলেন তাদেরকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে অটোপসি রিপোর্টও অপরিহার্য বলে জানানো