Gut-Brain Axis: শরীর ও মনের সেতুবন্ধন মানুষের শরীরের সবচেয়ে আশ্চর্যজনক সম্পর্কগুলোর একটি হলো Gut-Brain Axis। এটা হলো আমাদের মস্তিষ্ক (Brain) আর অন্ত্র (Gut)-এর মধ্যে একটি অবিরাম যোগাযোগ ব্যবস্থা, যা গড়ে ওঠে Vagus Nerve-এর মাধ্যমে।মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টির শুরুতেই কোষ বিভাজন থেকে এ দুই অঙ্গের ভিত্তি তৈরি হয়। ব্রেইন সেল বিভাজিত হয়ে একটি সেল রূপ নেয় মস্তিষ্কের, আরেকটি সেল রূপ নেয় অন্ত্র বা গাটের। তাই বিজ্ঞানীরা বলেন— Brain আর Gut হলো “একই পরিবারের দুই ভাই”। এবং এ কারণেই মানুষের গাটকে সেকেন্ড ব্রেইনও বলা হয়।বড় ভাই অর্থাৎ মস্তিষ্ক থাকে টপ ফ্লোরে (মাথায়)। সে চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং নির্দেশ দেয়।ছোট ভাই অর্থাৎ গাট থাকে