মন খাঁচায় বন্দী তুমি

  • 183

মেঘ - এই ছেলে তোকে শাটলেস অবস্থায় বেশ হট লাগছে জানিস অভিক - অসভ্য মেয়ে ! এটা কোন ধরনের বেয়াদবি ?এমন রাম ধমক খেয়েও থামল না মেঘনা।এগিয়ে এসে অভিকের মুখোমুখি দাড়ায় ,কপাল কুঁচকে অভিক তার দিকে তাকিয়ে আছে ,মনে মনে বলে অভিক- মেয়েটা করবে কি ? মেঘনা অভিক কে চমকে দিয়ে একটু উঁচু হয়ে দাড়ায় ।অভিক কপাল কুঁচকে এখনো ঠাঁয় চেয়ে রয়েছে ,মেঘনা তার চোখে চোখ রাখল ।একটু হেসে আচমকাই তার গালে নিজের নরম ঠোঁট স্পর্শ করল ।চোখ বড় বড় হয়ে যায় অভিকের।ঠিক এমন করেই বাম গালেও টস করে চুমু এঁকে দিলো মেঘনা ।কানের কাছে মুখ এনে বলে - আজ অব্দি সিনিয়র ভাইয়াদের জ্বালা