ঝরাপাতাপর্ব - ২৭প্রায় সকলেই জানেন, বোটানিক্যাল গার্ডেনের ভিতর অগভীর সরু খাল কাটা আছে, যেগুলোর কয়েকটি গঙ্গার সঙ্গে যুক্ত, কয়েকটি আবার বৃষ্টির জল ধরে রাখা। সেরকম একটা সরু খালে প্যাডেল বোট চালিয়ে ঘোরা যায়। দুজন খানিকক্ষণ বোটে চড়ে হাসাহাসি করে আজকের ঘটনা নিয়ে। বন্ধুরা জানে, মিলি পড়তে গেছে, ভাবতেই আরও হাসি পাচ্ছে। সেখান থেকে বিখ্যাত বটগাছ, পামগাছের সারি, বিভিন্ন বিদেশি দুষ্প্রাপ্য গাছ, যাদের মধ্যে রয়েছে ম্যাড ট্রি, পাগলা গাছ, যার প্রত্যেকটি পাতা আলাদা। আবার বটগাছের মতোই এই বাগানের অনন্য আকর্ষণ, ভিক্টোরিয়ান ওয়াটার লিলি, পদ্মের পাতার থেকে বেশ বড় পুরু থালার আকৃতির ছড়ানো যে পাতায় চার বছর পর্যন্ত বাচ্চা বসতে পারে। ডুবে যাবে