ঝরাপাতা - 28

ঝরাপাতাপর্ব - ২৮মিলি ফিরে আসতেই রনি একগাল হেসে ওয়েলকাম করতে গেছিল। এবার নিজে থেকেই মিলি ওর পাশে বসায় মনটা আরও ভালো লাগে। ওর তরফে একটার পর একটা অস্বস্তি জমা হচ্ছিলই আজকের দিনে। যতই সব ঠিক করতে চাইছে মন থেকে, এই জীবনটা ওদের দুজনের হওয়ার কথা নয়, এই কথাটা বারবার মাথায় ঘা দিচ্ছে। তার মধ্যে ও পাশে বসতে যেতেই মিলির উঠে যাওয়ায় রনিরও মনে হয়েছিল, ও একটু বাড়াবাড়ি করে ফেলেছে। মিলি ওর স্ত্রী, ও তো মিলির কাছে তার স্বামী নয়। এখন মিলি একটা দূরত্ব রেখে বসতেই রনি বোঝে, মিলি ওর প্রতি ভালোবাসাটা স্বীকার করেছে, কিন্তু মনের দিক থেকে সম্পূর্ণভাবে ওর হয়ে যায়নি।