ঝরাপাতাপর্ব - ২৯- "ও মা ! কেন রে?" মিলি সোজা হয়ে বসেছে পলাশের কথায়। - "তুই গেলি না কেন? তুই না গেলে কিছু ভালো লাগে?"- "এটা একটা কথা হল? তোরা ভালোবাসিস আমি জানি। আমার অসুখের জন্য তোরা কত হেল্প করেছিস, বারবার আমার খবর নিয়েছিস, বাড়িতে দেখতে এসেছিস। তোরা অন্ততঃ বুঝবি না, আমার অবস্থা তোদের মতো না? একটা সেমিস্টার পিছিয়ে আছি। রনিদা হেল্প করছে বলে......"- "রনিদা তোকে কি এক্সট্রা হেল্প করে? ও একে আমাদের কলেজের প্রোফেসর না, সাবজেক্টও আলাদা। ম্যাডাম তো আমাদের কলেজের। আমি বললেই তোকে পড়াতে রাজি হতেন। আর বেকার ওর বাইকে ঘুরে বেড়াস কেন? আমি আছি, অঙ্কুর আছে...." - "তোরা তো