ঝরাপাতা - 30

ঝরাপাতাপর্ব - ৩০রনিকে গ্রেপ্তার করে বনি আর পিউ ঘরে এনে ঢোকায়। প্রথমে না না করলেও, দাদা আর বৌদির উৎপাতে আস্তে আস্তে রনির মুখ খোলে, হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। ফোনে যে মিষ্টি মিষ্টি প্রেমালাপ চলছিল, লজ্জায় মাথা চুলকে সেটা স্বীকার করে। পিউ বলে, "তুমি নাহয় মিষ্টি করে বৌ পটাচ্ছিলে, তোমার বৌ কি বলে? কিছু মনে পড়েছে?"- "নাহ, কিছু মনে পড়েনি। আর ভাগ্যিস এখনও মনে পড়েনি। তাই আমার সঙ্গে কথা বলে।"- "কথা বলে মানে কি? ঠাট্টা নয়, তোরা কি বাইরে দেখা টেখা করছিস? মানে তুই ওকে কিছু বলেছিস? প্রোপোজ করেছিস?" বনি সরাসরি তদন্তে নামে। - "শুধু আজকে, আর নাহলে কোনোদিন আমরা কোথাও কথা বলিনি