ঝরাপাতাপর্ব - ৩২কলেজ থেকে ফিরে মিলি খবর পায়, পিউ এসে রবিবার সিনেমায় যাওয়ার দরবার করে গেছে। মায়ের আপত্তি তো নেই ই, ওকে বরং মিষ্টি করে বোঝাচ্ছে, "একটা দিন ঘুরে আয়। রোজ তো পড়াশোনা করিসই। তোরও ভালো লাগবে, আবার ওদের না বললে খারাপ ভাবতো।" যেন মিলি সিনেমা দেখতে গেলে সবাইকে উদ্ধার করে দেবে। হাসি চেপে হ্যাঁ বলে মিলি নিজের ঘরে পালিয়ে আসে। সেখানেও রনির নম্বর থেকে ফোন। ফোন ধরে দেখে, ওপাশে পিউ। রনি চেঁচামেচি করছে, সেও শোনা যাচ্ছে। পিউ প্রায় ধমক দিয়ে বলে, "এ্যাই ফোন কাটবি না। দিব্যি তো দুজন আড্ডা দিস। আর আমাদের বেলায়... শোন, রবিবার সকাল সকাল রেডি হয়ে যাবি।