জঙ্গলের প্রহরী - 26

  • 72

জঙ্গলের প্রহরীপর্ব - ২৬- "যদি তোমার কিছু হয়ে যেত? যদি তাড়াহুড়োয় নামতে গিয়ে ওপারের খাদে.....মানে যদি সব ঠিক না থাকত?" শুক্লা এখনও বুঝিয়ে বলতে পারছে না, কেবল কথা হাতড়াচ্ছে। - "কার কিছু হত? আমার? আমার কিচ্ছু হত না। আর হলেও কি হত? ভালই তো হত। রাজীবদার আর রাগ থাকত না।" - "আবার ! আবার রাজীবদাকে নিয়ে পড়লে ! আচ্ছা, তোমার সমস্যাটা কি? রাজীবদার সঙ্গে কিসের এত দোস্তি?"- "দোস্তি? কোনো দোস্তি নেই। আমি শুধু বলেছি, আমার কথার জন্যই তো রাজীবদার সঙ্গে তোমার ঝামেলা হচ্ছে। আমি না থাকলেই ঝামেলা মিটে যেত তোমাদের।"- "নিজেকে এত ইমপর্টেন্ট ভাব কেন? তোমার জন্য আমার সঙ্গে রাজীবদার ঝামেলা হবে?