জঙ্গলের প্রহরীপর্ব - ২৭শুক্লা পরে অনেকবার ভেবেছিল, সিদ্ধার্থ যদি অত অভিমানভরে কথাগুলো না বলত, ও নিজে কি করতো?সিদ্ধার্থর সামনে এসে দাঁড়ায় ও, "আমি আছি, আমার মাথাব্যথা আছে তোমার জন্য।"- "তুমি আমাকে বন্ধু বলেছ, আমার জন্য এতটা কনসার্ন দেখিয়েছ, এটা আমি কখনো ভুলব না শুক্লা। আমি সাবধানে থাকব। এবার তুমি বাড়ি যাও। আমি ঋষিকে ডাকছি, ও গাড়িতে পৌঁছে দিক। আমি ড্রাইভ করতে পারব না, সরি। তবে এবার চলে যাও, রাজীবদা কিছু...... " সিদ্ধার্থর কথা শেষ হওয়ার আগে শুক্লা আবার রাজীবের নাম শুনেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা ওর জামার কলার মুঠো করে ধরে ঝাঁকাতে শুরু করল, "তুমি কি করে এত নাম করলে,