জঙ্গলের প্রহরীপর্ব - ২৮- "ভয় পেও না শুক্লা। তোমার দাদার কিচ্ছু হবে না। আমার শুধু তোমার সঙ্গে এই সম্পর্কের দায়িত্ব নিতে একটু সময় চাই। তুমি আমাকে সেইটুকু সময় দাও। আজ বাড়ি যাও।"- "আমাকে প্রমিস করো, তুমি সাবধানে থাকবে, দাদার সঙ্গে কোনো ঝামেলা করবে না।" শুক্লা হাত পাতে। সিদ্ধার্থ ওর হাত মুঠো করে ধরে, "প্রমিস। তুমিও প্রমিস করো, তুমি নর্মাল থাকবে। কেউ যেন কিছু না বোঝে।" শুক্লা জলভরা চোখে ওর দিকে চেয়ে থাকে। সেই চোখের ভাষায় যে প্রতিজ্ঞা লেখা, এবার তা পড়তে ভুল হয় না সিদ্ধার্থর। সিদ্ধার্থ ঋষিকে ফোন করে, ওকে দেখতে পাচ্ছে জানালা দিয়ে, তাই ফোন রিসিভ করতেই, ফোন সহ হাত নেড়ে