জঙ্গলের প্রহরীপর্ব - ২৯গাড়ি ঘুরিয়ে নেমে এসে বাংলোর কাছাকাছিই অপেক্ষা করছিল ঋষি। হেডলাইট নেভানো, কৃষ্ণা অষ্টমী তিথিতে গাছের ছায়ার আড়ালে গাড়ি রেখেছে ও। হাতি, চিতাবাঘ এবং শীতঘুমে যাওয়ার আগে খাবার খোঁজা সাপের ভয়ে, ওদের মতো যাদের শিয়রে শমন, এমন হাতে গোণা কয়েকটি লোক ছাড়া কেউ পথে বেরোবে না এখন। তবে কাঁচতোলা গাড়িতেও শীত করছে ঋষির। পল্টনকে বাড়িতে রেখে হেঁটে গাড়িতে ফিরে আসার দায়িত্ব নিয়েছে শাক্য, কারণ বন্যপ্রাণীদের সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ও। শাক্য এসে গাড়ির কাছে দাঁড়ানো মাত্র ঋষি চিনতে পারে। তবুও অপেক্ষা করে কাঁচের জানালায় ওদের ঠিক করা নির্দিষ্ট সংখ্যক টোকার সংকেতের জন্য। ঋষি দরজা খুলতে শাক্য পিছনের সিটে ওঠে, কারণ