জঙ্গলের প্রহরী - 30

জঙ্গলের প্রহরীপর্ব - ৩০- "ঘুম পাক না স্যার। ঘুমোক না। অসুবিধা কি? বরং ভাল করে ঘুমোলে এই যে হাইপার হয়ে আছে সেটা কাটবে।" তাপস পুলিশ না ডাক্তার, বোঝা যায় না। - "যা ভাল বোঝো করো। আমার তো হাতটাই অকেজো হয়ে রয়েছে, ঋষিরও এরকম অবস্থা। এখন সব তোমাকেই দেখভাল করতে হবে।" ঋষির পাশে বসে পড়ে সিদ্ধার্থ। তাপস বেরিয়ে আসে, নিজেদের গাড়ি খুলে দরকারী জিনিস নেয়, ফিরে যায়। সব মিলিয়ে ছ থেকে সাত মিনিট। শাক্য কোনোমতে সিটের তলায় গুঁজে থাকে। একবার উঁকি দিলেই ও ধরা পড়ে যেত। অবশ্য বিপদ কিছুই কাটেনি। বারান্দার আলোছায়ার মধ্যে একটা লোক আছে একপাশে, সিল্যুলেট ছায়ার মতো তাকে দেখেছে শাক্য।