জঙ্গলের প্রহরীপর্ব - ৩২অপরাধী দুজন উকিল ছাড়া কোনো কথা বলতে অস্বীকার করে বটে, তবে কাউকে ফোন করতে এ্যালাও করা হয়না। কারণ অন ডিউটি পুলিশকে বেজায়গায় পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে। উকিল, জামিন এসব পরে হবে। তবুও সব মিটতে আরও অন্ততঃ দু ঘন্টা। তার মধ্যে কিছু গল্পও সবাইকে বলে সিদ্ধার্থ আর ঋষি। শাক্য আগেই বাড়িতে জানিয়ে দিয়েছে, কেসের সমাধান হয়ে গেছে। ও রাতে ফিরছে না, সকালে সবাই সব গল্প শুনবে। পল্টনের নিরাপত্তার জন্য ওর বাংলো ঘিরে সিদ্ধার্থর ঠিক করা পুলিশ পাহারা আগে থেকেই রয়েছে। পরদিন সকালে আলো ফুটতেই শুক্লার দলবল হাজির। তখন এরা সবাই যাচ্ছে নিচে পুলিশ কমিশনারের অফিসে। সিদ্ধার্থর বস তালুকদার