এখনও নেতাজীকে কেন এত ভয় ? - 5

এখনও নেতাজীকে কেন এত ভয় ?(পূর্ব প্রকাশিতের পর)# নেতাজীর রাশিয়া থেকে ফিরে আসা: রহস্য ও উদ্দেশ্য !১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনার গল্প প্রচারিত হওয়ার পর,  আসলে নেতাজী মাঞ্চুরিয়ার পথে সোভিয়েত রাশিয়ায় প্রবেশ করেছিলেন— এমন দাবি বহু গবেষকরাই করেছেন।  বিশেষ করে অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষ তাদের বই *Conundrum*–এ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে নেতাজীর মৃত্যু নয়, বরং তাঁর রাজনৈতিক গোপন অভিযানই ছিল তাইহোকু বিমান দুর্ঘটনার গল্পের নেপথ্য কারণ।# ১. রাশিয়ায় পৌঁছানো:   জাপান তখন আত্মসমর্পণ করেছে, জার্মানিও পরাজিত। এই অবস্থায় নেতাজীর জন্য জাপানের মিত্রদেশগুলিতে থাকা অসম্ভব হয়ে উঠছিল। তাই তিনি সোভিয়েত ভূখণ্ডে প্রবেশ করেন। মাঞ্চুরিয়ার সীমান্ত হয়ে সোভিয়েত কর্তৃপক্ষের কাছে আশ্রয় গ্রহণ— এই