এখনও নেতাজীকে কেন এত ভয় ? - 6

পর্ব ৬ : গুমনামী বাবার ছদ্মবেশে — অদৃশ্য নেতাজীর দীর্ঘ ছায়া  তাইহোকুর আকাশে যে বিমান দুর্ঘটনার গল্প রটানো হলো, তার কোনও প্রত্যক্ষ প্রমাণ কখনোই পাওয়া গেল না। মুখার্জি কমিশনের রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে সেদিন বা তার আগে পরের এক মাসের মধ্যেও কোনো ধরনের বিমান দুর্ঘটনা ঘটেনি।রাশিয়ার রহস্যময় অধ্যায়ে তাঁর নাম বারবার উঠে এলো, কিন্তু সত্য যেন আরও গোপনীয়তার অবগুণ্ঠনে মুখ ঢেকে নিল।আর ঠিক তখনই ভারতের মাটিতে ভেসে উঠতে শুরু করল এক অদ্ভুত কানাঘুষো—একজন অজ্ঞাত সাধু, যিনি গোপনে বাস করছেন এক রহস্যের ঘেরাটোপে; তাঁকে ঘিরে যত রহস্য, সবই একজন মানুষের ছায়ার দিকে ইঙ্গিত করে, তিনি আর কেউ নন— নেতাজী সুভাষচন্দ্র বসু।  লোকেরা তাঁকে