ঝরাপাতাপর্ব - ৩৩ডঃ গিরি মিলিকে সুনিপুণ ভাবে একটু একটু করে প্রশ্ন করে বুঝতে পারেন, শ্রেয়ান অর্থাৎ রনি সম্পর্কে সে এখন গদগদ। বাঙালি মধ্যবিত্ত ঘরের ঘটনা। বিয়েটা শেষপর্যন্ত টিঁকে যাক, পরিবারের সকলেরই মনের ভিতর এই ফল্গুধারা বয়ে যাচ্ছে জানেন। শ্রেয়ান ওকে ভালোবাসে বলেছে, সত্যিই ভালোবাসে, নাকি নিজের অপরাধের প্রায়শ্চিত্ত, এটুকুই তাকে জানতে হবে। কারণ মিলির সব মনে পড়ল বলে। তবে এই সেশনের শেষে মিলিও আরও ঝলমলে, কারণ ওর নিজের ব্যাপারে যে খটকাগুলো ছিল, সেগুলোর উত্তর মিলিয়ে দিয়েছেন ডঃ গিরি। আবার রনির সঙ্গে সম্পর্কটা তৈরি হতেই রনির দাদা বৌদি মেনে নিয়েছে জানে। এখন ডাক্তারও ওর কাছে রনির গল্প শুনে বেশ খুশি হলেন। সুতরাং