#ঝরাপাতাপর্ব - ৩৪সিনেমা হল থেকে বেরিয়ে দেখা হয় পিউদের সঙ্গে। পিউ একবার মিলিকে গাল টিপে আদর করেই এগিয়ে যায়। এবার ওদের সিনেমা দেখার পালা। মিলিকে নিয়ে রনি যায় শপিং মলের ফুডকোর্টে। পিজ্জা অর্ডার করে মিলিকে বসিয়ে রনি একেবারে পিজ্জা নিয়ে টেবিলে এল। মিলিও খেয়াল করে, একটু যেন গম্ভীর, অন্যমনস্ক। একটুকরো পিজ্জায় কামড় দিয়ে বলে, "তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে একজায়গায় নিয়ে যাব।"সিনেমার পর নতুন প্ল্যান !! মিলি আকাশ থেকে পড়ে, "এখন আবার কোথায় যাবে? রাত হয়ে যাবে তো? বাড়িতে কি বলব?"রনির মনের গোপনে একটা নিঃশ্বাস আটকে থাকে, "মিলিকে কবে বলতে পারব, ওকে কোথায় নিয়ে গেছিলাম রাত হয়ে গেলেও কাউকে কৈফিয়ত দেওয়ার