জঙ্গলের প্রহরীপর্ব - ৩৩তালুকদার স্যারের ব্যবস্থাপনায় একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট জুড়ে আনা হচ্ছে রায়চৌধুরী বাড়ির সঙ্কর্ষণ রায়চৌধুরী এবং তার দুই ছেলে, শৌর্য্য আর বৈদুর্য্যকে। তালুকদার স্যার আর জেঠুমণি তো আসছেনই, সঙ্গে আসছে এমন তিনজন এ জগতে একমাত্র যাদের সিদ্ধার্থ সাংঘাতিক ভয় পায়, ওর জেঠিমণি, বৌদি আর বোন। ওরা এসে চোটগুলো দেখলেই কপালে দুঃখ আছে ওর। অবশ্য দাদাভাইও আসছে। - "চলো হে, তালুকদার স্যারের সঙ্গে বাকিদেরও ওয়েলকাম করে আসি আমরা। আচ্ছা মিঃ রায়ের বাড়ি থেকে যারা আসছেন, সবার জন্য রুম বুক করা হয়েছে তো হোটেলে?" এডিজি স্যার হাঁকডাক শুরু করেন। - "সব রেডি স্যার।" আশ্বস্ত করে ওসি দিবাকর নাথ। স্টেশনের শেষপ্রান্তে দাঁড়িয়ে আছে ওরা।