মার্কস বাই সিন - 5

মার্কস বাই সিন-৫পানশালার দরজা ঠেলে বৃষ্টিভেজা অন্ধকার রাস্তায় পা রাখে রায়েল। ভিজে বাতাসে মদের ঘ্রাণ যেন আরও ঘন হয়ে উঠেছে। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে আগুন ধরায় সে। তারপর নিজের কালো গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ায় কিছুক্ষণ, ধোঁয়ার কুণ্ডলী ছেড়ে যেন নিজের ভেতরের অস্থিরতাকে মেপে নিচ্ছে সে। ফোনটা হাতে ঘোরাতে ঘোরাতে কিছু ভাবে চুপচাপ। শেষে নিঃশ্বাস ফেলে হাতে ধরে থাকা জ্বলন্ত সিগারেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে তারপর গাড়ির ভেতরে উঠে বসে রায়েল।আজ ও নিজেই ড্রাইভ করবে। গন্তব্য, শহর থেকে আট কিলোমিটার দূরের এক পাঁচতারা হোটেল। রায়েল একটু আগে ড্রিঙ্ক করলেও ওর সহ্যক্ষমতা বিপজ্জনকভাবে বেশি। গাড়ি স্টার্ট করে একহাতে স্টিয়ারিং