অচেনা আলো - 6

  • 120

অচেনা আলো “অজানা গুঞ্জন”---গুঞ্জনের শুরুকলেজে এখন মিশা আর ইশানির নাম যেন একসাথে উচ্চারণ হয়।প্রথমে তা ছিল হালকা মজা, পরে তা রটে গেল গসিপে, গসিপ থেকে অভিযোগে।ক্যান্টিনে ঢুকলেই কেউ না কেউ ফিসফিস করে—“ওরাই না সেই দুইজন?”“আজকাল নাকি একসাথে বাড়ি ফেরে!”ইশানির বুক কেঁপে উঠত, চোখ নামিয়ে চলত সে।কিন্তু মিশা প্রতিবার মাথা উঁচু করে হাঁটত, যেন এই দুনিয়ার সামনে নিজেকে লুকোনোর কোনো কারণ নেই।---দূরত্বের ছায়াএকদিন ক্লাস শেষে ইশানি বলল—— “আমরা একটু দূরে থাকি, কিছুদিন।”মিশা থমকে গেল, গলাটা শুকিয়ে গেল।— “দূরে? কেন?”— “সবাই কথা বলছে। মা-ও টের পাচ্ছে। আমি চাই না আমার পরিবার ভাবুক আমি কিছু ভুল করছি।”মিশা দীর্ঘশ্বাস ফেলল।তার চোখের কোণে একফোঁটা জল চিকচিক