তৃতীয় পর্ব: “রহস্যময় অতিথি”গিরিরামপুরে সেদিন সন্ধ্যা নেমেছিল অদ্ভুত রঙে। গঙ্গার জলে সোনালি আভা পড়ছিল, পাহাড়ের গা থেকে হালকা কুয়াশা নেমে আসছিল। এমন সময় গ্রামে প্রবেশ করল এক অচেনা মেয়ে। তার গায়ে সাদামাটা শাড়ি, কপালে লাল টিপ, চোখে এক অদ্ভুত শান্তি। সে গ্রামের মন্দিরের দিকে এগিয়ে গেল, যেন পথ চেনে।গ্রামবাসী অবাক হয়ে দেখল—সে মন্দিরে ঢুকে একদম মাতঙ্গী মূর্তির সামনে বসে পড়ল। তারপর চোখ বুজে মন্ত্রপাঠ করতে লাগল। যারা মন্দিরে ছিল তারা বলল—“এ মেয়েটি কে? এর তো মুখ থেকে দেবীর মন্ত্র বেরোচ্ছে!”মেয়েটি মন্ত্রপাঠ শেষ করে জল ঢালল মাতঙ্গীর পায়ে, তারপর আস্তে করে বলল—“মা, আমি তোমার ডাকে এসেছি। যাকে তুমি বাঁচাতে বলেছ,