শুধু নীতিবাক্য, উপদেশ ও বানী শ্রবন- পঠন কারো জীবন পরিচালিত করতে পারেনা, আমাদের জীবনচলনায় কোন পরিবর্তন আনতে পারেনা, - যদি'না সেই বানীকারক মহাপুরুষের প্রতি আমাদের সক্রিয় ভালবাসা ও টান থাকে। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা " ধূমপান ক্যান্সারের কারন" সতর্কবার্তাটি লক্ষ করে কোন ধূমপানে আসক্ত ব্যাক্তি ধূম্রপানের কুঅভ্যাস বর্জন করতে পেরেছে বলে আমার মনে হয় না। বরং যারাই দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস বর্জন করতে সক্ষম হয়েছে তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে তাদের কোন প্রিয় ভালবাসার মানুষ, যেমন মা- বাবা- স্ত্রী- প্রেমিকা- বন্ধু- শুভানুধ্যায়ী, তাদের কথায়, তাদের অভিমানের কারনেই এই কুঅভ্যাস বর্জন করেছে। পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের হাজার-হাজার বানী -উপদেশ দেওয়া আছে আমাদের বাঁচা- বাড়ার জন্য। কিন্তু