একটু দাঁড়ান

  • 567
  • 129

একটু দাঁড়ান!! সকাল থেকে রাত পর্যন্ত দম বন্ধ করে  টাকা আর ক্ষমতার পেছনে যে ইঁদুর দৌড় দৌড়ে চলেছেন,- এই সাংঘাতিক ব্যাস্ততা কিছুক্ষনের জন্য থামিয়ে নিরিবিলি একটু চোখ বন্ধ করে ভাবুন। কি চান আপনি জীবনে? কি আপনার জীবনের সঠিক উদ্দেশ্য?কি কারনে দিনরাত এই উম্মাদের মত ব্যাস্ততা? ভাবুন!!  ভাবুন!!  ভাবতে থাকুন। উত্তর পেয়েছেন? আমিও ভেবেছি অনেকদিন। কিছু উত্তর  পেয়েছি। দেখুন তো আপনার মনের সাথে মিলে কিনা,- প্রথমেই চাই নীরোগ সুস্থ- সবল-কর্মপটু শরীর।  চাই নিরন্তর আনন্দ, শান্তি, রাতে নিশ্চিন্ত ঘুম। চাই একটা গুছানো ছিমছাম নিজের বাড়ি, - যেখানে আমার পরিবার নিয়ে সুখে-ভালবাসায় বাস করব। চাই স্ত্রীর সাথে  ভালবাসার ও শান্তিপূর্ণ একটা সম্পর্ক।চাই সন্তান যেন মানুষ হয়, ভদ্র-শিক্ষিত-শ্রদ্ধাপূর্ন-স্বাবলম্বী-দায়ীত্ববান হয়। সে