কথায় কথায় ঠাকুরের প্রসঙ্গ আসতেই আমার বুদ্ধিমান সহকর্মীটি চোখে কৌতূকমিশ্রিত কৌতূহল নিয়ে আমায় জিজ্ঞেস করল,-" তোদের ঠাকুর যে স্বয়ং ঈশ্বর তার কোন প্রমান আছে ? যত যত অবতার বা ঈশ্বরপুরুষের কথা শুনেছি সবারই নানা অলৌকিক ক্ষমতার কথা আমরা জানি। ভগবান রামচন্দ্র সমুদ্রের উপর পাথর দিয়ে সেতু বানিয়েছেন, আকাশপথে উঠে রাবনের সাথে যুদ্ধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এত বিশাল গোবর্ধন পর্বত আঙ্গুলের উপর উঠিয়ে ভক্তদের রক্ষা করেছেন, শিশুকালে ভয়ংকর বিশাল কালনাগিনীকে যমুনার জলের ভিতর কাবু করেছেন, কংসের মত মহাশক্তিশালী রাক্ষসকে বধ করেছেন, অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিয়েছেন,-কত কি! ভগবান যীশু অলৌকিক ভাবে কত কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, ক্রুশবীদ্ধ হবার পরও তিনি বেঁচে উঠেছিলেন ।