গুরু নির্বাচন

  • 66

" ঠিক আছে,-তোর কথায় আমি বুঝতে পারলাম,- জীবনে একজন গুরুর দীক্ষা নেওয়া একান্ত প্রয়োজন। কিন্তু আমি কোন্ গুরুর দীক্ষা নেব,- তা কি করে সিদ্ধান্ত নেব? আমাদের দেশে তো সাধু-গুরু-ঠাকুর-দেবতার অভাব নেই !! তাদের মধ্যে কে সঠিক গুরু আমার জন্য,- তা বুঝব কিভাবে? " প্রায় এক ঘন্টা নানা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার এক দিদির মূখ থেকে এই উক্তি বের হল।. বললাম,-"  জীবনের কোন্ প্রয়োজন পূরনের উদ্দেশ্যে  দীক্ষা কেন নিতে চাস,- সেই প্রয়োজনটা আগে ঠিক কর। তারপর নিজেই বুঝতে পারবি কোন গুরুর কাছে দীক্ষা নিতে হবে। গুরু নির্বাচন করার জন্য শাস্ত্রজ্ঞ  পন্ডিত হওয়ার প্রয়োজন নেই। সাধারণ সাংসারিক বুদ্ধিতেই তা অনুধাবন করা যায়।"প্রত্যুত্তরে দিদি