কলমে: সৌরদীপ অধিকারী(সতর্কীকরণ: এই লেখাটি প্রাপ্তমনস্কদের জন্য। এটি একটি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। দুর্বল হৃদয়ের পাঠকের জন্য নয়।)আমরা যারা সার্থক আর অহনার ঘটনার সামান্যতম সাক্ষী ছিলাম, তারা জানি, আধুনিকতা দিয়ে সব অন্ধকারকে ঢেকে দেওয়া যায় না। টাকা হয়তো একটা আকাশছোঁয়া অ্যাপার্টমেন্টের মালিকানা এনে দিতে পারে, কিন্তু সেখানে বাস করা আত্মার অধিকার কেনা সম্ভব নয়। আর সার্থক-অহনা এটাই বুঝেছিল—বহু দেরিতে।আমি অরিত্র। সার্থকের ঘনিষ্ঠ বন্ধু। এই বিভীষিকাময় কাহিনী হুবহু তুলে ধরছি, যেমনটা সে আমাকে বলেছিল। সে এখন কোথায় আছে, আমি জানি না। শেষবার যখন তার সঙ্গে কথা হয়েছিল, তার কণ্ঠস্বর ছিল ভাঙা কাঁচে মোড়ানো, কেবলই মুক্তির প্রার্থনা।সালটা ছিল ২০২৩। সার্থক ও অহনা,