এখনও নেতাজীকে কেন এত ভয় ? - 8

  • 51

নেহেরুর মৃত্যুর সময় ছায়ামূর্তি: “নেতাজী ফিরে আসবেন”— এই বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলল এক অবিশ্বাস্য ঘটনা।  **২৭ মে ১৯৬৪।** দিল্লির তিনমূর্তি ভবন।  জওহরলাল নেহেরুর মৃত্যুতে দেশ শোকস্তব্ধ।  রাষ্ট্রপ্রধান, বিদেশি অতিথি, সাধারণ মানুষ—সবাই তখন শোকযাত্রায়।  কিন্তু ভিড়ের মধ্যে হঠাৎ নজর কেড়ে নিলেন এক দীর্ঘকায় পুরুষ।  মাথার উপরের অংশে টাক, সাদা দাড়ি-গোঁফ, চোখে মোটা চশমা।  কিন্তু সেই চোখের তীক্ষ্ণ দৃষ্টি—যা যেন আগুন জ্বালিয়ে দেয়।  কিছু মানুষ থমকে গিয়েছিলেন।  ফিসফিস করে বলেছিলেন—  **“লোকটা তো হুবহু নেতাজীর মতো।”**  তিনি ভিড়ের মধ্যেই ছিলেন, আবার মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন।  কেউ এগিয়ে গিয়ে প্রশ্ন করতে সাহস পেলেন না।  অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষ তাঁদের গবেষণায় এই ঘটনার উল্লেখ করেছেন *“off-the-record witness account”* হিসেবে।  প্রমাণ নেই, ছবি নেই।  কিন্তু প্রত্যক্ষদর্শীদের একাধিক একই ধরনের