ভালবাসার প্রভাব

  • 72

 চারপাশে কত শত মানুষ ধূম্রপানে আসক্ত! ধূমপানের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে তারা সকলেই অবগত।  সিগারেটের প্যাকেটের গায়ে লেখা SMOKING IS INJURIOUS TO HEALTH সতর্কবার্তা এবং  সেই প্যাকেটে ছাপানো ভয়ংকর ক্যান্সার রোগের ছবিটিও তারা সকলেই দেখতে পায়। কিন্তু এমন কাউকে কি পাওয়া যাবে - যার মনে এই সতর্কীকরণ লেখা আর ভয়ংকর ক্যান্সার রোগের ছবি দেখে বোধোদয় হয়েছে,- এবং  তার ফলস্বরূপ  উনি এক লহমায় দীর্ঘদিনের সিগারেটের নেশা ছেড়ে দিয়েছেন? যদি পাওয়া যায়ও-- সেই সংখ্যা খুবই নগন্য । অথচ, আমাদের আশেপাশে এমন অনেককেই খুঁজলে পাওয়া যায় যারা তাদের যেকোন একজন ভালবাসার মানুষের ( মা, বাবা, বউ, সন্তান, বন্ধু,প্রেমিক- প্রেমিকা বা গুরু) কথায়