চারপাশে কত শত মানুষ ধূম্রপানে আসক্ত! ধূমপানের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে তারা সকলেই অবগত। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা " SMOKING IS INJURIOUS TO HEALTH " সতর্কবার্তা এবং সেই প্যাকেটে ছাপানো ভয়ংকর ক্যান্সার রোগের ছবিটিও তারা সকলেই দেখতে পায়। কিন্তু এমন কাউকে কি পাওয়া যাবে - যার মনে এই সতর্কীকরণ লেখা আর ভয়ংকর ক্যান্সার রোগের ছবি দেখে বোধোদয় হয়েছে,- এবং তার ফলস্বরূপ উনি এক লহমায় দীর্ঘদিনের সিগারেটের নেশা ছেড়ে দিয়েছেন? যদি পাওয়া যায়ও-- সেই সংখ্যা খুবই নগন্য । অথচ, আমাদের আশেপাশে এমন অনেককেই খুঁজলে পাওয়া যায় যারা তাদের যেকোন একজন ভালবাসার মানুষের ( মা, বাবা, বউ, সন্তান, বন্ধু,প্রেমিক- প্রেমিকা বা গুরু) কথায়