স্বপ্নদ্রষ্টা আর শ্রমিকের গল্পযদি হঠাৎ কেউ তোমাকে প্রশ্ন করে — “তাজমহল কে বানিয়েছিল?”তুমি, আমি, প্রায় সবাই একবাক্যে বলব — শাহজাহান।এই উত্তর আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি।কিন্তু কি কখনো ভেবেছো, আসলে তাজমহল কারা বানিয়েছিল?সেই অসংখ্য শ্রমিক, মিস্ত্রি, শিল্পী, পাথর কাটা মানুষ —যারা বছরের পর বছর ধরে ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে, হাতের তালুতে ফোস্কা তুলেতাজমহলের প্রতিটি ইঞ্চি পাথর বসিয়েছিল নিখুঁতভাবে।তাদের নাম আজ কেউ জানে না, কেউ মনে রাখেনি।মানুষ শাহজাহানের নাম মনে রেখেছে কেন?কারণ তিনি সেই স্বপ্ন দেখেছিলেন।তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি এক স্বপ্নের রূপ —যে স্বপ্ন ভালোবাসা, সৌন্দর্য আর চিরস্থায়িত্বের প্রতীক হয়ে উঠেছিল।এই পৃথিবী সবসময় স্বপ্নদ্রষ্টাদের কথা মনে রাখে।যারা কাজ