ঝরাপাতা - 36

ঝরাপাতাপর্ব - ৩৬মিলিকে দেখেই রনি ফোন করে, ফোন নিয়েই দাঁড়িয়ে ছিল। মিলি ফোনটা রিসিভ করতেই রনি দ্বিতীয় ভুল করে, "মিলি সরি বলছি, তাও এরকম করছ?"আবার একই গল্প ! অসহ্য লাগে মিলির। বারান্দায় আর বেরোয় না, ঘর থেকেই বলে, "কিচ্ছু করিনি রনিদা। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তুমি আছ কিনা একবার শুধু দেখেছি। কি করব? তোমাকে খুব দেখতে ইচ্ছে করে যে সকালে।"রনির হুঁশ হয়, শুধু তিক্ততা বাড়ছে, কথা পালটাতে বলে, "একবার বাইরে এসো না, আমারও তো তোমাকে দেখতে ইচ্ছে করছে।"মিলি বারান্দায় বেরোয়, রনির দিকে একবার তাকিয়েই মাথা নিচু করে ফেলে, খুব কান্না পাচ্ছে, রনিদাটা কিচ্ছু বোঝে না। রোজ খালি ধমকাবে, ঝগড়া করবে। রনি