জঙ্গলের প্রহরী - 35

জঙ্গলের প্রহরীপর্ব - ৩৫- "আমিই বলছি, এখন তো কোনো বাধা নেই। বর্ষায়, বৃষ্টি, জলোচ্ছ্বাসে কোনোভাবে একজোড়া চিতাবাঘ ভূটানের দিক থেকে চলে এসেছিল এখানে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা টের পেয়েছিলাম। এবং ভীষণ খুশি ছিলাম। এক তো চিতা এখন ভারতেই বিলুপ্তপ্রায়, তার উপর এরা পূর্ণবয়স্ক, জোড়ায় এসেছে। একই রকম জঙ্গল, পরিবেশ, আবহাওয়া, মানিয়ে নিতে অসুবিধা হবে না। যদি এরা থেকে যায়, আগামী মরসুমে আমরা এদের ছানা হওয়ার আশা করি। হ্যাঁ, উপরমহলে আমি রিপোর্ট করেছি নিয়মমাফিক, কিন্তু স্থানীয় মানুষ যাতে এদের বিরক্ত না করে, তাই খবরটা চেপে রেখেছিলাম উপরমহলে জানিয়েই।" শাক্যর মুখে চাপা হাসি। - "শাক্য শাক্যর কাজ করছিল। এদিকে বিডিকে একবছরের বেশি সময়